শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭

বই-অন্যদিন

লেখক-হুমায়ূন আহমেদ
ধরন-উপন্যাস
পৃষ্ঠা-৬৪
মূল্য-১২০
অন্বেষা প্রকাশনা
...
"এই দিনত দিন নয় আরও দিন আছে
এই দিনরে নিব আমি সেই দিনের কাছে।"

অন্যদিন গল্পটি স্বাধীনতা সংখ্যা বিচিত্রায় প্রথম প্রকাশিত হয়। এক সময় অন্যদিন এর প্রতি জাফর ইকবাল এর বিশেষ ভালবাসা ছিলো বলে লেখক প্রকাশ করেছেন।

গল্পের শুরু রঞ্জুর পান্থনিবাসে প্রবেশ করার মধ্য দিয়ে। রঞ্জু পান্থনিবাসের খোজ পেয়েছে সফিক এর কাছে। সফিক তাকে চিঠিতে বেশ করে লিখে দিয়েছিল।  তার চিনতে অসুবিধা হয় নি।  এসে দেখা হলো  নিশিনাথ জ্যোতির্ষাণব এর সাথে।  সে ভাগ্য গননা করে মানুষের।  যদিও মানুষের তাতে বিশ্বাস কম।  কিন্তু  তাদের তিন পুরুষ ধরে  এই গুহ্য বিদ্যার চর্চা।

রাতে এলো সফিক।  এর মধ্যে লেখক আরো কিছু চিত্র দিয়েছেন সেখানে আছে রঞ্জুর বাড়ির ছবি,  ভাই বোনের ছবি,  মা বাবার ছবি। পর দিন রঞ্জু এই নিবাসে স্থায়ী হয়। রশীদ অবশ্য তার নাম লেখাতে   চাইছিলো না।  কিন্তু সফিক এর জোরে তা আর সম্ভব হয় নি।   রঞ্জুর মনে হলো, সফিক বদলে গেছে। কেমন জানি চঞ্চল। ইদানিং সে বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছে। এক শীতে এসে হাজির হলেন রঞ্জুর বাবা।  বাড়ির সম্পর্কে হতবাক করা কিছু খবর শুনলো সে।

বাবা চলে যাওয়ার পর তার বোনের চিঠি এল। তাতেও অনেক কিছু শুনলো রঞ্জু।  কিন্তু সে কি করবে,  কি করার আছে। সফিক তাকে কিছু পরামর্শ  দিল আদৌ তা কাজে লাগবে কিনা সন্দেহ!

এভাবেই চলতে লাগলো  রঞ্জুর দিন আর সময়।  সামনের দিকে এগিয়ে পাঠক হয়তো অন্য কিছু দেখতে পাবেন। তার জন্য অনেকটা যেতে হবে। উপন্যাসের কাহিনী ধীরগতির।  কিন্তু এর উপলবদ্ধি অনেক তীক্ষ।  সফিক,  রঞ্জু ,  নিশিনাথ এদের চলা কত দূর!  একটা সামজিক প্রেক্ষাপট থেকে এই উপন্যাসের সৃষ্ট।   উপন্যাস শেষ হলেও কিছুক্ষন পাঠক কে সময় নিয়ে বলতে হবে।  আসলে ঠিক কত টা ভালো লেগেছে।  বা মন্দ লেগেছে। কেন না এর উত্তর গুলো হুট করে আসবে না।

হুমায়ুন আহমেদ এর উপন্যাস এর ধারা গুলো এইরকমেই।  যার কি অবয়ব তা একেবারে তীক্ষ্ণ করে বুঝিয়ে দেবার।  উপন্যাসে পারুলের একটা চরিত্র আছে রঞ্জুর বোন।  সফিক তাকে বুদ্ধিমতি বলেছে,  আমারও মনে হয়েছে সে ঠিক কাজ টাই করেছে। রঞ্জুর বাবা মানুষটা ঠিক স্বাভাবিক না।  রঞ্জুর মাকেই অনেক কিছু সামলাতে  হয়। সব মিলে উপন্যাস আমার কাছে ভালোই লাগল ।  কিন্তু সফিক এর জন্য কোথাও একটু হতাশা।  এই ব্যাপারটা পাঠক বই শেষ করলেই বুঝবেন,  কেন আমার এই অনুভূতি।

কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এর একটি উপন্যাস "অন্যদিন"। বাংলাদেশের সাহিত্যে যার রাজকীয় পথচলা। সাহিত্যের উপন্যাস,  নাটকে তাঁর অবাধ বিচরন।  তিনি একমাত্র উল্ল্যেখ যোগ্য লেখক,  যিনি তার বইয়ের মাধ্যমে অসংখ্য পাঠক তৈরি করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন